রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হোটেল কর্মচারী মো. হাবিব (১৮) মারা গেছেন।
রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০০ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
নিহতের বাবা নায়েব আলী জানান, আমার ছেলে মগবাজার ওয়ারলেস এলাকায় আহসান ক্যাটারিং সেন্টার নামের একটি হোটেলে ৬ মাস ধরে কাজ করে। গতকাল গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে ঢাকায় আসে। ভোরে মগবাজার ওয়ারলেসে নেমে বাসায় যাওয়ার পথে রাস্তার মধ্যে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। পরে তার কাছে থেকে টাকা এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে তার মাথায় এবং শরীরের ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে ভর্তি দেয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানার সোনাদিয়া এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।