কমেছে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম
দুদিন উত্থান আর তিনদিন সূচেকর পতনের মধ্য দিয়ে ঈদ পরবর্তী মে মাসের দ্বিতীয় সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে (৮ মে থেকে ১২ মে) লেনদেন সামান্য বাড়লেও কমেছে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তাতে নতুন করে বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন কমেছে প্রায় ৬ হাজার কোটি টাকা।