ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত যুমনা ও এক্সিম ব্যাংকের


নিউজ ডেস্ক
২:২৬ - বৃহস্পতিবার, মে ১২, ২০২২
মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত যুমনা ও এক্সিম ব্যাংকের

চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের দুটি প্রতিষ্ঠান যমুনা ব্যাংক এবং এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম ব্যাংক)।

এর মধ্যে ২০২১ সালের তুলনায় ২০২২ সালের প্রথম প্রান্তিকে যমুনা ব্যাংকের মুনাফা বেড়েছে ১২ পয়সা। আর এক্সিম ব্যাংকের মুনাফা বেড়েছে ২০ পয়সা। জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২২ সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, ২০২২ সালের প্রথম প্রান্তিকে যমুনা ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬০ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি ১২ পয়সা করে মুনাফা বেড়েছে।

তাতে ৩১ মার্চ ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে ৩১ টাকা ৩৩ পয়সা।

অপর কোম্পানি এক্সিম ব্যাংকের ২০২২ সালের প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ৫ পয়সা। অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালের প্রথম প্রান্তিকে ২০ পয়সা করে আয় বেড়েছে কোম্পানটির।

তাতে ৩১ মার্চ ২০২২ সময়ে কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৭ পয়সা।