ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস


নিউজ ডেস্ক
৫:১৬ - বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

মো. জুবায়ের ইসলাম:: হামালার প্রতিবাদে টিএসসি থেকে প্রথম শুরু হয় কাওয়ালী অনুষ্ঠান। সেই থেকে ধারা বাহিকতায় সরকারি তিতুমীর কলেজেও ৯ সেপ্টেম্বর (সোমবার) অনুষ্ঠিত হয় কাওয়ালী অনুষ্ঠান। আজ ১১ সেপ্টেম্বর (বুধবার) ২য় বারের মতো তিতুমীর কলেজে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা। আজকের আয়োজিত কাওয়ালী অনুষ্ঠানে "কলরব" ও "সিলসিলা" ব্যান্ড এর শিল্পী বৃন্দ উপস্থিত ছিলেন। 

তিতুমীর কলেজে বেলা সাড়ে তিনটায় শুরু হয় কাওয়ালী অনুষ্ঠান। আয়োজনে ছিল তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন তিতুমীর কলেজের বেশ কিছু শিক্ষক। এছাড়া তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন। 

রনি নামের এক শিক্ষার্থী বলেন, ৯ সেপ্টেম্বর আয়োজিত কাওয়ালী অনুষ্ঠানে ব্যস্ততায় আসা হয়নি। তাই আজ এসেছি, খুব ভালো লাগছে। নিজ ক্যাম্পাসে দুইদিন কাওয়ালী আয়োজন।

আজকের কাওয়ালী অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলওয়াত দিয়ে। এরপর একে একে বিদ্রোহী গান,হামদ,নাত, নাশিদ, কবিতা , ইসলামিক সঙ্গীত পরিবেশন করা হয়।

মাঝে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দল রেহনুমা কুন ফয়া কুনসহ কয়েকটি কাওয়ালী গানপরিবেশনা করে। আর শামীম আহসান এর সুরে আবৃত্তি হয় ক্যাফে মধূজা কবিতা।

মাগরিবের পর দল "কলরব" মুক্তমঞ্চে তাদের কাওয়ালী পরিবেশনা করেন। সাধারণ শিক্ষার্থীদের ঢল দেখে "কলরব" টিমের একজন বলেন তারা যতগুলো কাওয়ালী অনুষ্ঠান করেছে, তার থেকে বেশি উৎসব মুখর পরিবেশ দেখেছে তিতুমীর কলেজে। সেই সাথে শিক্ষার্থীদের আগ্রহ ও উপস্থিতি দেখে তারা মুগ্ধ হয়েছে। এরপর এশার পর দল "সিলসিলা" উপস্থিত হয় মুক্তমঞ্চে। 

কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যায় কলরব'র মনোমুগ্ধকর পরিবেশনা দেখে উপস্থিত জনতা অনেক উচ্ছ্বাস প্রকাশ করেন।

বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের চোখে দেখা ইসলামিক অনুষ্ঠান এই প্রথম। যেখানে কোনো রাজনৈতিক প্রভাব ছিল না। আমরাও সুন্দর মতো অনুষ্ঠানটি উপভোগ করেছি।