ঢাকা বুধবার, জানুয়ারী ৮, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

তিতুমীর কলেজের মূল ফটকে ' তিতুমীর বিশ্ববিদ্যালয়’


নিউজ ডেস্ক
১০:৫১ - মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫
তিতুমীর কলেজের মূল ফটকে ' তিতুমীর বিশ্ববিদ্যালয়’

তিতুমীর কলেজ প্রতিনিধি:: শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার প্রতিবাদে এবং অতি দ্রুত তিতুমীর বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা৷ এসময় তারা কলেজের মূল ফটকে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টাঙিয়ে দেন৷ 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় ‘তিতুমীর ঐক্য’ এর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন । এরপর তারা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর টিবি গেইট হয়ে আমতলী পর্যন্ত যান৷ এসময় তারা নানারকম স্লোগান দিতে থাকেন৷ এরপর তারা কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে ফটকের ‘সরকারি তিতুমীর কলেজ ’ এর উপর ‘ তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেন।

‘তিতুমীর ঐক্য’ এর প্রতিনিধিরা জানান, আমরা বিগত দুই যুগেরও বেশি সময় ধরে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে যাচ্ছি । সরকারের পক্ষ থেকে অনেকবার আশ্বাস দেয়া হলেও এখনো কোন ফলাফল পাওয়া যায়নি। আমরা প্রতিনিয়ত সরকারের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে গেলেও ইতিবাচক সারা পাইনি ৷ তাই আমরা আবার নতুন বছরে কাঙ্খিত দাবি তিতুমীর বিশ্ববিদ্যালয় আদায়ের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ ও কর্মসূচি আয়োজন করেছি। 

 এসময় শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে সরকারের কোন পদক্ষেপ দেখতে না পেলে পরবর্তীতে কঠিন কর্মসূচি ডাক দেয়ার ঘোষণা দেন।