ঢাকা বুধবার, জানুয়ারী ৮, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ডিপো মালিকদের মতবিনিময়


নিউজ ডেস্ক
১৪:০৭ - রবিবার, জানুয়ারী ৫, ২০২৫
দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ডিপো মালিকদের মতবিনিময়

দেশের অন্যতম শিল্পগ্রুপ দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও কনজ্যুমার অ্যান্ড এগ্রো প্রোডাক্টসের সকল ডিপো মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৫ জানুয়ারি) কক্সবাজারে হোটেল ওশান প্যারাডাইসে এ মতবিনিময় সভায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা সিআইপি ভার্চুয়ালি যোগদান করেন।

এ সময় তিনি বলেন, দেশবন্ধু গ্রুপের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেইন নেই। দেশবন্ধু কোম্পানির সকল পণ্য গুনগত মানের দিক দিয়ে অন্য কোম্পানির পণ্য থেকে অনেক ভালো। তিনি সকল ডিপো এবং কর্মকর্তাদের কর্ম পরিধি ও অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আপনারা এই সেক্টরের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মাধ্যমে এই কোম্পানি ও পণ্য এগিয়ে যাবে। আগামীতে এ পণ্যের চাহিদা আরও বহুগুনে বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন, অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন পিএসসি, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান, দেশবন্ধু সুগার মিলস লিমিটেডের সিওও শফিউল আজম তালুকদার, দেশবন্ধু গ্রুপের সিনিয়র জিএম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমসহ প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবস্থাপক, ডিজিএম, এজিএম, এসএম, জিএম-ফ্যাক্টরি ও অন্যান্য কর্মকর্তাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ডিপো হোল্ডাররা। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান বলেন, আমাদের পণ্যের সঙ্গে অন্য কোম্পানির পণ্যের গুনগত অনেক পার্থক্য রয়েছে। ইউরোপ-অস্ট্রেলিয়া থেকে মালামাল এনে আমাদের পণ্য তৈরি হয়। দেশবন্ধু গ্রুপের পণ্যে গুনগত মানে কোনো ছাড় নেই। এখন সময় আমাদের এগিয়ে যাওয়ার। দেশের প্রতিটি আনাচে-কানাচে দেশবন্ধুর পণ্য আরও প্রসারিত করতে হবে। এজন্য আমাদের সকলকে আরো নিষ্ঠা ও আন্তরিকভাবে কাজ করতে হবে। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন বলেন, আপনারা (ডিপো) হলেন কোম্পানির প্রাণ। ডিপোদের নিয়েই কোম্পানি এগিয়ে যাচ্ছে। সেজন্য আমাদের সকলকে আরও দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের বেভারেজ ও কনজ্যুমারের সকল পণ্য দেশব্যাপী দারুণ সুনাম অর্জন করেছে। আমরা সকলে একে অপরের হাত ধরে এগিয়ে যাবো। ভবিষ্যতে দেশবন্ধু গ্রুপ আরো সমৃদ্ধ ও প্রসারিত হবে। অনুষ্ঠানে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান বলেন, প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগে নরসিংদীতে বিশাল আকারে কারখানা গড়ে তুলেছে দেশবন্ধু গ্রুপ। এ কারখানায় এখন পর্যন্ত ৩০ এর অধিক ব্র্যান্ডের পানীয়সহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এসব পানীয়ের মধ্যে রয়েছে- এনার্জি ড্রিংক গুরু, দেশবন্ধু কোলা, দেশবন্ধু লেমন, দেশবন্ধু ড্রিংকিং ওয়াটার, দেশবন্ধু জিরা পানি, দেশবন্ধু ম্যাঙ্গো ড্রিংক এবং দেশবন্ধু লিচি ড্রিংক, কার্বোনেটেড বেভারেজ নিয়ন ইত্যাদি। উল্লেখযোগ্য, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে চিপস, বিস্কুট, আটা, সুজি এবং ময়দাসহ প্রক্রিয়াকৃত অসংখ্য খাদ্য পণ্য উৎপাদন হচ্ছে। 

সিওও ইদ্রিসুর রহমান আরও বলেন, দেশবন্ধু গ্রুপ অনেক পুরনো ও সারাদেশে সুপরিচিত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। খুব অল্প সময়েই দেশবাসীর মন জয় করেছে দেশবন্ধু বেভারেজ এবং কনজ্যুমার অ্যান্ড এগ্রো প্রোডাক্টসের সব ধরনের পণ্য। কারণ বেভারেজ তৈরিতে যেসব কাঁচামাল ব্যবহৃত হয়, তার সবই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। কোনো অবস্থাতেই পণ্যের মানের বিষয়ে ছাড় দেওয়া হয়না। শতভাগ কোয়ালিটি বজায় রেখে নিজস্ব কারখানায় উৎপাদন করা হচ্ছে এসব পণ্য। পণ্যের মানের কারণে অতিদ্রুত দেশবন্ধু বেভারেজ নতুন করে বাজারে এসেই সবার মন জয় করেছে।  

ডিপো এবং ডিলারদের উদ্দেশে দেশবন্ধু গ্রুপের কর্মকর্তারা বলেন, ইতোমধ্যে আপনাদের (ডিপো ও ডিলার) সহায়তায় আমরা অনেক দূর এগিয়েছি। আপনাদের সার্বিক সহায়তায় এভাবে সামনের দিকে আরো এগিয়ে যেতে চাই। একই সঙ্গে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে দেশবন্ধু বেভারেজের ও কনজ্যুমার পণ্য। ক্রেতাদের আস্থা অর্জন করায় নতুন বছরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কোম্পানি। ডিপো হোল্ডার, ডিলার ও কোম্পানি একে অপরের ব্যবসায়িক পার্টনার। ডিপো হোল্ডারাই হলো ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর মূল ভূমিকায়। কোম্পানির অগ্রযাত্রায় ডিপো হোল্ডারদের অগ্রণী ভূমিকা প্রত্যাশা করেন