স্কুল পড়ুয়া দুই বোনের গল্প গ্রন্থ
তিন কিশোরীর মহাকাশ ভ্রমণের ওপর গল্প লিখেছে স্কুল পড়ুয়া দুই বোন। সাই-ফাই ধরনের নভেলটির নাম ‘প্রক্সিমা অ্যান্ড দ্য ফোর্থ স্টার’। ঢাকার স্কলাস্টিকায় (স্ট্যান্ডার্ড ৪) অধ্যয়ন করছে ফাইজা শবনম ও বিভা হাবিবা হক। সম্পর্কে তারা চাচাতো বোন। এটি তাদের প্রথম গ্রন্থ।