ঢাকা শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

নিউ জার্সিতে বাংলাদেশি কাউন্সিলম্যানের শপথগ্রহণ


super admin
২:০২ - রবিবার, মার্চ ২০, ২০২২
নিউ জার্সিতে বাংলাদেশি কাউন্সিলম্যানের শপথগ্রহণ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে প্রসপেক্ট পার্ক সিটির মনোনীত ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান মো. আবুল হোসেন সুরমান শপথগ্রহণ করেছেন। সোমবার (২৬ অক্টোবর) তাকে শপথ পড়ান মেয়র টি খাইরুল্লাহ। এ সময় সুরমানের পরিবারসহ, সিটির অন্যান্য কাউন্সিলম্যান, কাউন্সিলওমেনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্শ্ববর্তী প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান গিলমান চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান ও আগামী নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী বাংলাদেশি-বংশোদ্ভুত শাহীন খালিক, প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের কমিশনার নিয়াজ নাদিম, সিটি এডমিনিস্ট্রেটর ইন্তেসান চৌধুরী, প্যাটারসন সিটি কমিশনার ইমরান হোসাইন, মোসলেহ উদ্দীন, নর্থ জার্সি বিএনপির আহ্বায়ক সৈয়দ জুবায়ের আলী, নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, মৌলভীবাজার বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলের সভাপতি মহসিন সেলিমসহ প্রবাসী বাংলাদেশী কমনিউটির নেতৃবৃন্দ।