ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

অব্যাহতিপ্রাপ্ত নেতাদের দলে ফিরিয়ে নেওয়া আহ্বান রওশনের


নিউজ ডেস্ক
৯:৩৮ - সোমবার, জানুয়ারী ২২, ২০২৪
অব্যাহতিপ্রাপ্ত নেতাদের দলে ফিরিয়ে নেওয়া আহ্বান রওশনের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত ও বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে এনে স্বপদে বহালের আহ্বান জানিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। 

সোমবার (২২ জানুয়ারি) রওশন এরশাদের পক্ষে তার রাজনৈতিক সচিব ও সদস্য সচিব গোলাম মসীহ্ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান তিনি।

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যে সব নেতাকর্মী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পার্টির রাজনীতির সাথে সংশ্লিষ্ট এদেরকে দল থেকে বহিষ্কার বা অব্যাহতি প্রদান অতীব দুঃখজনক। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তথাকথিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে দলের নিবেদিত প্রাণ কর্মী এবং সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা অত্যন্ত দুঃখজনক। অনতিবিলম্বে অব্যাহতিপ্রাপ্ত ও বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে এনে স্বপদে বহালের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, যেই মুহূর্তে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে নির্বাচনে বিপর্যয় এড়িয়ে দলকে শক্তিশালী করা দরকার, সেই মুহূর্তে নেতাকর্মীদের দল থেকে বের করে দেওয়া দলকে ন্যাপ মোজাফ্ফর, ন্যাপ ভাসানী ও মুসলীম লীগে রূপান্তরের শামিল। অনতিবিলম্বে দলকে ঐক্যবদ্ধ করার জন্য পার্টির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।