ঢাকা শনিবার, জানুয়ারী ৪, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

কন্যা সন্তানকে হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


নিউজ ডেস্ক
৯:০৮ - বুধবার, জানুয়ারী ১, ২০২৫
কন্যা সন্তানকে হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভৈরবে ১৮ মাস বয়সী কন্যা সন্তানকে গলাটিপে হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত এক জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

তার নাম আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ (৩৭)। তিনি কিশোরগঞ্জ ভৈরবের শম্ভুপুর রেলগেইট নুর আলী মিয়ার ছেলে।

সরকার পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা-ভাঙচুর ও বিশৃঙ্খলার মধ্যে আবুল হোসেন জেল থেকে পালিয়ে আত্মগোপন করেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ এ ঘটনায় কোনাবাড়ি থানায় মামলা দায়ের করেন।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, ২০১১ সালে নিজের ১৮ মাস বয়সী কন্যা সন্তান সুমাইয়াকে গলাটিপে হত্যা করেন আবুল হোসেন। মা সুরাইয়া বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে আদালত চার্জশিট আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করেন। বিচারিক কার্যক্রম শেষে ২০১৭ সালে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় দেন। আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আটক ছিলেন।

জেল পলাতক হয়ে দীর্ঘদিন চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন তিনি। পলাতক অবস্থায় তিনি গত ১৩ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিজের প্রকৃত নাম-ঠিকানা গোপন করে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হন।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি চৌকস দল গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাই করে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।