ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

মহান শিক্ষা দিবসে তিতুমীরের শিক্ষার্থীদের ভাবনা


নিউজ ডেস্ক
১৪:০৩ - মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
মহান শিক্ষা দিবসে তিতুমীরের শিক্ষার্থীদের ভাবনা

নিলয় বিশ্বাস:: আজ মহান শিক্ষা দিবস, যা প্রতিবছর ১৭ সেপ্টেম্বর পালিত হয়। ১৯৬২ সালে পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে ছাত্র-জনতার রক্তাক্ত আন্দোলনের স্মরণে এই দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা শিক্ষা দিবস নিয়ে কি ভাবছেন, তা তুলে ধরেছেন নিলয় বিশ্বাস।

তিতুমীর কলেজ বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সুব্রত পাল বলেন, শিক্ষা দিবস আমাদের সংগ্রামী ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার জন্য জীবন দেওয়ার যে সাহসিকতা আমাদের পূর্বপুরুষ দেখিয়েছেন, তা আমাদের শিক্ষাজীবনে অনুপ্রেরণা যোগায়। শিক্ষার উন্নয়ন ও সবার জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার দায়িত্ব আমাদের।

একই কলেজের অর্থনীতি বিভাগের (২২-২৩) শিক্ষার্থী ফাইজুল ইসলাম বলেন, শিক্ষা হচ্ছে আমাদের মানসিক বিকাশের মূল উপাদান। আজকের দিনে শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা সামাজিক ও ব্যক্তিগত উন্নয়ন ঘটাতে পারি।

তিতুমীর কলেজের বাংলা বিভাগের (২১-২২) শিক্ষার্থী হাদিউজ্জামান সাগর বলেন, আমাদের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার অধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। শিক্ষা হচ্ছে ভবিষ্যৎ নির্মাণের শক্তিশালী মাধ্যম।