ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক
৬:০৫ - শনিবার, জুন ১, ২০২৪
সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. মহাসিন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের ডিএনডি খালের সিআই অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত মো. মহাসিন ৪নং ওয়ার্ড হাউজিং এলাকার ৫নং রোডের ভাঙারি ব্যবসায়ী মুজিবুরের ছেলে। মরদেহটি তিন দিন ধরে ওই স্থানে পড়ে ছিল বলে পুলিশ ধারণা করছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

শনিবার ভোরে ডিএনডি লেক থেকে দুর্গন্ধ ছড়ালে আশপাশের ভাড়াটিয়ারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পকেটে থাকা একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পরিদর্শক মো. মোজাম্মেল হক ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।