জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে রচিত 'আমার দেখা সাঈদী' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
'আমার দেখা সাঈদী' বইয়ের লেখক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ বলেন, আল্লামা সাঈদী আমাদের সম্পদ, তাকে নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, আল্লামা সাঈদীর পদাঙ্ক অনুসরণ করে ইসলামের জন্য জীবন উৎসর্গ করার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, আল্লামা সাঈদী বর্তমান বাংলাদেশের মুক্তির প্রেরণাদায়ী।
আলহাজ্ব নুরুল আলমের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত করেন ভিন্নমাত্রার চেয়ারম্যান মুহম্মদ মাসুম বিল্লাহ। বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ সফিকউল্লাহ আল মাদানী, মো. মোফাজ্জল হোসাইন, শহিদুল ইসলাম দরজী, মাহমুদুল হাসান, ডি. এম. এমদাদুল হক, প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন, হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, মাওলানা শাহ মাকসুদ জামিল, অধ্যক্ষ এম এ কালাম প্রমুখ।