শায়লা আক্তার মিম:: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে কলেজটির শহীদ বরকত মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে সভার সূচনা হয়। এরপর এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মালেকা বিলকিস। সভার সভাপতিত্ব করেন অধ্যাপক সাবিনা আজফার।
সভায় প্রধান অতিথি অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল শিক্ষকদের এবং শিক্ষার্থীদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, বীরত্ব এবং স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তাদের ভূমিকা তুলে ধরেন। এছাড়াও সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মেধা শূন্য করার উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। শিক্ষার্থীদের উচিত সেই ইতিহাস জানার চেষ্টা করা এবং সেই থেকে শিক্ষা নেওয়া।
অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, বুদ্ধিজীবী কারা? যারা জাতির দুঃসময়ে সঠিক দিকনির্দেশনা দেন, তারাই প্রকৃত বুদ্ধিজীবী। তিনি ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, নারীদের সম্ভ্রমহানি এবং মেধাশূন্য করার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে বাদ জোহর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।