ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

তিতুমীর কলেজে নারীদের উৎসবমুখর ফুটবল ম্যাচ


নিউজ ডেস্ক
১০:১৭ - বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
তিতুমীর কলেজে নারীদের উৎসবমুখর ফুটবল ম্যাচ

শায়লা আক্তার মীম:: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ছাত্রদের পর আজ অনুষ্ঠিত হলো মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ। ২২টি বিভাগের ২২ জন শিক্ষার্থী নিয়ে দুটি দল (লাল ও সবুজ) গঠন করা হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজের মাঠ প্রাঙ্গণে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল। তিনি বলেন, তিতুমীর কলেজের প্রাঙ্গণ খেলায় মুখরিত হয়ে শিক্ষার্থীরা আনন্দের উৎসব তৈরি করেছে। মাত্র এক দিনের প্রস্তুতিতে দারুণ এই খেলা উপভোগ করছে সবাই।

প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে শিক্ষকরা জানান, ২২টি বিভাগের ২২ জন শিক্ষার্থীদের এই উদ্দীপনা ও উৎসাহ দেখে আমরা খুবই আনন্দিত। শীতের মৃদু কুয়াশার আবহাওয়ায় শিক্ষার্থীরা খেলা উপভোগ করা খুবই মনোমুগ্ধকর।

সবুজ দল ৯টি শটের মধ্যে দুটি গোল করে এবং লাল দল ৯টি শটের মধ্যে তিনটি গোল করে। খেলা শেষে লাল দল জয়ী হয়ে খেলাটি শেষ হয়।