ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

কেরানীগঞ্জে চারতলা থেকে পড়ে নারীর মৃত্যু


নিউজ ডেস্ক
২০:১৮ - মঙ্গলবার, জুলাই ২, ২০২৪
কেরানীগঞ্জে চারতলা থেকে পড়ে নারীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের বনগ্রাম এলাকায় চারতলার বেলকনি দিয়ে নিচে পড়ে তাহামিনা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা দুপুর ১২টায় মৃত ঘোষণা করেন

নিহতের স্বামী বিল্লাল হোসেন বলেন, চারতলা ভবনের বেলকনিতে গ্রিল না থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে আমার স্ত্রী আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসার জানান আমার স্ত্রী আর বেঁচে নেই।

বিল্লাল হোসেন বলেন, আমাদের বাড়ি কেরানীগঞ্জ থানার বনগ্রাম এলাকায়। পরিবার নিয়ে আমরা আমাদের ওই ভবনে থাকতাম। ভবনটির কাজ এখনো শেষ হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।