নির্বাচন কমিশন ঘোষণা করা তফসিল প্রত্যাখান করে সোনারগাঁ থানা যুবদল মশাল মিছিল করেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে সাদিপুর নয়াপুর বাজারে নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে এ মিছিল করে যুবদল নেতাকর্মীরা। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৮টার দিকে সাদিপুর নয়াপুর মাঠের সামনে এশিয়ান হাইওয়ে রাস্তা দখল করে খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন যুবদল নেতা হাতে মশাল নিয়ে রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ফলে চারপাশে লোকজন আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে। পরে ছাত্রদল ও যুবদল নেতারা সেখান থেকে দ্রুত চলে যান।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, সন্ধ্যা ৮টার দিকে নয়াপুর বাজার এলাকায় বিকট শব্দে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় বাজারের মানুষ আতঙ্কিত হয়ে দ্রুত বাজার ত্যাগ করেন।