চুয়াডাঙ্গার জীবননগরে ডা.জাহাঙ্গীর আলম বিশ্বাসের লেখা শিশুতোষ কাব্যগ্রন্থ থেকে প্রকাশিত বাংলার মধুমাস ও ইতিহাসের খোঁজে তিন গোয়েন্দা নামের দুটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।
এবারের অমর একুশে বই মেলায় স্থান পাওয়া বই দুটি ইতিমধ্যেই পাঠকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় জীবননগর প্রেসক্লাব কতৃক আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলার নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর পৌরসভার মেয়র মো.রফিকুল ইসলাম,প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান বাবু,সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল,লেখক ডা.জাহাঙ্গীর আলম সহ প্রেস ক্লাবের সদস্য ও পাঠক-পাঠিকা উপস্থিত ছিলেন।