ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক


নিউজ ডেস্ক
৫:২৬ - শনিবার, ফেব্রুয়ারী ১, ২০২৫
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

দেশের গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ঘন কুয়াশায় দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার রাত ১০টার পর থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ঘন কুয়াশার কারণে নৌরুটের দিক নির্ণয় করতে না পেরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝ পদ্মায় নোঙর করা হয় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং বাইগার নামের দুইটি ফেরি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ জন্য নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ বেলা ১১টার দিকে কুয়াশা কমে যাওয়ার পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।