ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

তিতুমীরে নীলফামারী জেলা ছাত্রকল্যাণের সভাপতি সোয়াইব, সম্পাদক মুরাদ


নিউজ ডেস্ক
১:৫৩ - শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪
তিতুমীরে নীলফামারী জেলা ছাত্রকল্যাণের সভাপতি সোয়াইব, সম্পাদক মুরাদ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৫৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কলেজটির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোয়াইব খানকে সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল মুরাদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর), তিতুমীরস্থ নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর পরামর্শক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম নিয়ে উপদেষ্টা মন্ডলীর সদস্য নয়ন ওয়াদুদ বলেন, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ!" নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নীলফামারী জেলা থেকে তিতুমীর কলেজে প্রতিবছর অনেক শিক্ষার্থী আসে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির লক্ষ্যে এই পরিষদ কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, নীলফামারীর শিক্ষার্থীরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে এবং দেশের সংকটময় মুহূর্তে এগিয়ে আসবে।

পরিষদের সভাপতি সোয়াইব খান বলেন, আমাদের লক্ষ্য নীলফামারীর শিক্ষার্থীদের একত্রিত করে তাদের সুবিধা-অসুবিধা দেখাশোনা করা। আমরা উন্নয়নমূলক কাজ করতে চাই এবং সকলের কল্যাণে কাজ করে যাব।