ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

সাংবাদিকতায় ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ফারজানা শোভা


নিউজ ডেস্ক
৩:০৭ - শনিবার, জুন ১, ২০২৪
সাংবাদিকতায় ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ফারজানা শোভা

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য 'ভারত-বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২৪’পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্ট ফোরামের ( ডিএমজেএফ) আহ্বায়ক ফারজানা শোভা। 

শুক্রবার (৩১ মে) বিকেলে রাজধানী সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসবে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটি নামে একটি সংগঠন এই আয়োজন করে।

বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ড.মো.আবু তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি এস এম মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান লেফট্যান্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ বীরপ্রতীক।

ফারজানা শোভা একুশে টেলিভিশনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিটে কর্মরত। এছাড়া তিনি আন্তর্জাতিক সংস্থা ভয়েস অব মিডিয়ার বাংলাদেশ চেয়ারপার্সন ও সাউথ এশিয়ান জার্নালিস্ট ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।