ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

নকল সোনার পুতুলসহ জ্বিনের বাদশা আটক


নিউজ ডেস্ক
৩:৪৯ - বুধবার, অক্টোবর ১১, ২০২৩
নকল সোনার পুতুলসহ জ্বিনের বাদশা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নকল সোনার পুতুলসহ মো. আব্দুর রশিদ (৩৫) ওরফে জিনের বাদশা নামে এক প্রতারককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামের রাজা মিয়ার ছেলে। 

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকার একটি হাফেজিয়া মাদরাসার সামনে থেকে ওই ব‍্যক্তিকে আটক করে আব্দুল হাকিম নামের এক গ্রাম পুলিশ। পরে তার কাছ থেকে সোনার নকল মূর্তি উদ্ধার করে ইউনিয়ন পরিষদে জমা দেওয়া হয়।  

 চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, আটক ব‍্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় নতুন হাট এলাকার আকবর আলীর স্ত্রী ফয়েরজানকে বিভিন্ন সময় মোবাইল ফোনে কল দিয়ে জিনের বাদশা পরিচয় দেয় এবং তার স্বামী-সন্তান মারা যাবে এসব বলে ভয় দেখিয়ে ও গুপ্তধনের লোভ দেখিয়ে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নেন।

তিনি আরও জানান, প্রতারক চক্রের ওই সদস‍্য গায়েবি সম্পদ দেওয়ার কথা বলে সোনার আবরণের একটি পিতলের নকল মূর্তি  দিতে চর ভূরুঙ্গামারীতে আসে। সন্ধ্যায় বাজারে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে গ্রাম পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে। পরে স্থানীয়দের সহায়তায় আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানার পরে ব‍্যবস্থা নেওয়া হবে।