ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

সাইকেল চালাতে চালাতে ভুলে বাংলাদেশে ঢুকে পড়ল ভারতীয় কিশোর


নিউজ ডেস্ক
২:৩১ - মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩
সাইকেল চালাতে চালাতে ভুলে বাংলাদেশে ঢুকে পড়ল ভারতীয় কিশোর

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক কিশোরকে আটক করেছে বিজিবি।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্তর্জাতিক পিলার নং-১০০৯ সংলগ্ন সোনাহাট স্থলবন্দর সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে প্রেম কিসকো (১৭) নামে এক ভারতীয় কিশোর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় সোনাহাট বিওপির টহলরত বিজিবি সদস্যরা ওই কিশোরকে আটক করে।

আটক প্রেম কিসকো ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুর থানার চকলেটোরা গ্রামের ইসানুল কিসকোর ছেলে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, সে সোনাহাট স্থলবন্দরের ভারতীয় অংশের গেট খোলা থাকায় ভুলবশত সাইকেল চালাতে চালাতে বাংলাদেশে প্রবেশ করেছে। 

কুড়িগ্রামের ২২ বিজিবি ব্যাটালিয়নের অধীন সোনাহাট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলম রাব্বানী জানান, আটক কিশোরকে রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে।