ঢাকা রবিবার, মে ১১, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

উই ফর ইউ কেন্দ্রীয় কমিটি নতুন নেতৃত্বে সায়েম - রিপন


নিউজ ডেস্ক
১১:০০ - শনিবার, মে ৬, ২০২৩
উই ফর ইউ কেন্দ্রীয় কমিটি নতুন নেতৃত্বে  সায়েম - রিপন

করিলে রক্তদান, বাঁচিবে একটি প্রাণ, এই স্লোগান নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবস্থিত সামাজিক সংগঠন “উই ফর ইউ”। এর কেন্দ্রীয় কমিটির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ মে ২০২৩) উই ফর ইউ’র কেন্দ্রীয় অফিসে নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটি।শুক্রবার ৩য় ধাপে কেন্দ্রীয় কমিটি, বসুরহাট পৌরসভা ইউনিট ও কোম্পানীগঞ্জ উপজেলা এর ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সব ইউনিট মিলে মোট ভোট সংগ্রহ হয়েছে ১২২টি। তার মধ্যে কোন ভোট বাতিল হয়নি। আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৫৭ ভোট। তাজুল ইসলাম রিপন পেয়েছেন ৬৫ ভোট। ৮ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম রিপন।

নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ফয়সাল বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমাদের যারা প্রার্থী এবং যারা সাধারণ ভোটার রয়েছেন তারা নির্বাচন আচরণবিধি মেনেই নির্বাচন করছে। খুব স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিয়েছেন। যেহেতু এটা একটি অরাজনৈতিক সংগঠন তাই এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার মত কোন কারণ নেই। আমরা এ ধরনের কোন অভিযোগ পাইনি।

এই নির্বাচনে সভাপতি সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সায়েম মোহাম্মদ ইব্রাহিম।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাজুল ইসলাম রিপন ও আব্দুল্লাহ আল মামুন।

উক্ত সংগঠনে আজীবন সদস্য সহ মোট ভোটার ১৪২ জন। এর আগে ১ম ধাপে নারায়ণগঞ্জ ইউনিট ও ঢাকা ইউনিট এবং ২য় ধাপে কবিরহাট ইউনিটে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।উল্লেখ উই ফর ইউ একটি সামাজিক স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন। ৫ মে,২০১০ সালে সরকারি মুজিব কলেজে ৫ জন শিক্ষিত ছাত্র এটি প্রতিষ্ঠা করে। এটি ২০১০ থেকে সামাজিক কাজের সাথে জড়িত থাকলেও সমাজসেবা মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত হয় ২০১৬ সালে। যার রেজি নং নোয়া-৮২৬/১৬।