ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

জমিতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের


নিউজ ডেস্ক
১৬:০৪ - বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩
জমিতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

রাজবাড়ীর গোয়ালন্দে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মো. সাইদুল মৃধা (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেবীপুর চরে এ ঘটনা ঘটে।

সাইদুল মৃধা উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধা পাড়ার মো. জামাল মৃধার ছেলে।

স্থানীয় চাষি মোহাম্মদ আলী বলেন, সাইদুলসহ আমরা ৫-৬ জন নিজেদের জমিতে কাজ করছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে আমরা দৌড়ে বাড়ির দিকে রওয়ানা দিই। কিন্তু সাইদুল, কাইউম খাঁ, আসলাম, ইউসুফসহ চারজন তখনো মাঠে উস্তে তুলছিল। এ সময় হঠাৎ প্রচণ্ড শব্দ করে বজ্রপাত হয়। বজ্রপাতটি সাইদুলের গায়ে লাগলে তার কান ও নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ের সময় সাইদুলসহ কয়েকজন মাঠে ফসল তুলছিল। এ সময় বজ্রপাত হলে সে মারা যায়।