ঢাকা রবিবার, মে ১১, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর


নিউজ ডেস্ক
১৬:১৯ - শনিবার, নভেম্বর ১২, ২০২২
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে জয় মন্ডল (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জয় মন্ডল ওই এলাকার তরুণ মন্ডলের ছেলে।

অভয়নগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জয় একটি গরুকে গোসল করাতে ডহর মশিয়াহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের একটি মাঠে নিয়ে যায়। এ সময় একটি বৈদ্যুতিক খুঁটির আর্থিং তারের সঙ্গে গরুর দড়ি পেঁচিয়ে যায়। এ অবস্থায় গরুটি হঠাৎ দৌড় দিলে আর্থিং তারে টান লেগে মেইন লাইনের তার ছিঁড়ে গরু এবং জয়ের ওপর পড়ে। এ সময় স্থানীয়রা জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গরুটিও ঘটনাস্থলে মারা যায়। পরে পরিবারের সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে বিকেলে জয়ের শেষকৃত্য সম্পন্ন করেন। জয়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।