ঢাকা রবিবার, মে ১১, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের


নিউজ ডেস্ক
৬:৫৮ - রবিবার, অক্টোবর ৩০, ২০২২
ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

সাতক্ষীরার শ্যামনগরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল সৌরভ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি। রোববার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ হোসেন (৫৫) ও অভিযুক্ত মোশারফ হোসেন (৫০) সম্পর্কে আপন ভাই। উপজেলার মাহমুদপুর গ্রামের মুনছুর শেখের ছেলে তারা।

স্থানীয়রা জানায়, রোববার সকালে দোকানের সামনে ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোশারফ ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই সৌরভের বুকে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে সৌরভের ফুসফুস বের হয়ে আসে। এতে ঘটনাস্থলেই সৌরভ নিহত হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ভ্যান রাখাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার একটি পর্যায়ে ছোট ভাই মোশারফ হোসেনের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই সৌরভ হোসেনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হত্যা মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।