ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১০ নেতাকর্মী আটক


নিউজ ডেস্ক
৫:২৪ - রবিবার, ফেব্রুয়ারী ২, ২০২৫
চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১০ নেতাকর্মী আটক

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১ ফেব্রুয়ারি) থানার নেভাল-২ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)। 

সদরঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি বলেন, আটককৃতরা মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।