ঢাকা শনিবার, মার্চ ১৫, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

তিতুমীর কলেজে যুব রেড ক্রিসেন্টের কার্যালয় উদ্বোধন


নিউজ ডেস্ক
১৭:০৮ - সোমবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৫
তিতুমীর কলেজে যুব রেড ক্রিসেন্টের কার্যালয় উদ্বোধন

তিতুমীর কলেজ প্রতিনিধি:: সরকারি তিতুমীর কলেজে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিকসহ অন্যান্য শিক্ষক ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ প্রশাসন বলে, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যাত্রা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মানবিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজসেবার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। ভবিষ্যতে এই ইউনিটের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশা করি।