বাংলাদেশের প্লেব্যাকে জনপ্রিয় নাম খান আসিফুর রহমান আগুন। এ পর্যন্ত চলচ্চিত্রে গান গেয়েছেন প্রায় তিন হাজারের মতো। অভিনয়েও কামিয়েছেন যশ। এবার আগুন তাঁর নিজের জীবন, গানের জার্নি এবং বর্তমান চিন্তাভাবনা নিয়ে গায়ক, সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনীন মানিকের কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছেন।
মানিকের পরিকল্পনা ও সঞ্চালনায় ‘ভোরের স্বপ্নে বাঁচি’ শিরোনামের অনুষ্ঠানে হাজির হয়ে গায়ক আগুন নিজের জীবনের অনেক গোপন ও অজানা তথ্য জানিয়েছেন। আগুনের পিতা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রয়াত খান আতাউর রহমান একবার তাকে গুলি করেছিলেন, অনুষ্ঠানে ওই ঘটনাও অকপটে বর্ণনা করেছেন এই খ্যাতিমান কণ্ঠশিল্পী। এছাড়া আলাপচারিতায় আগুন নিজের ধর্মবিশ্বাস, প্রেম-বিয়ে, পারিবারিক সংকট ও সংগীতাঙ্গনের দুর্দশার চিত্র ইত্যাদি নানান বিষয়ে কঠিন প্রশ্নের উত্তর দিতে বিব্রতবোধ করেননি।
‘ভোরের স্বপ্নে বাঁচি’ শিরোনামের অনুষ্ঠানটির এই পর্বটি ইউটিউবে আমিরুল মোমেনীন মানিকের চ্যানেল ‘মানিক মিউজিক’-এ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রচারিত হবে।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে মানিকের কথা ও সুরে তিনটি গান করেছেন কণ্ঠ দিয়েছিলেন আগুন।