ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

অনন্ত-রাধিকার বিয়েতে না যাওয়ার কারণ জানালেন আমির-অক্ষয়-কারিনারা


নিউজ ডেস্ক
১৮:৩৭ - শনিবার, জুলাই ১৩, ২০২৪
অনন্ত-রাধিকার বিয়েতে না যাওয়ার কারণ জানালেন আমির-অক্ষয়-কারিনারা

গেল শুক্রবার মুম্বাইয়ে আম্বানির বাড়িতে বসে বলিউড তারকার মেলা। সেখানে কে না ছিলেন? ছিলেন শাহরুখ খান, সালমান খান, সঞ্জয় দত্ত, হৃতিক রোশন, রণবীর কাপুর, রণবীর সিং, আলিয়া, দীপিকা, ক্যাটরিনা, ভিকি, বরুণ ধাওয়ান, অনন্যা, জাহ্নবীসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন ও তার পরিবার। তারা সকলেই এদিন আম্বানির দুয়ার আনন্দ-উন্মাদনায় ভরিয়ে দেন। কিন্তু রাজকীয় এই বিয়ের আসরের লাল গালিচায় পা পড়েনি বেশ কিছু তারকার।

জয়ারা অনুপস্থিত ছিলেন, তারা যে নিমন্ত্রণ পাননি। ব্যাপারটি এমন না। বিভিন্ন কারণেই উপস্থিত হতে পারননি তারা। তাদের মধ্যে আছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। তারা এই মুহূর্তে বিদেশে অবস্থান করায় আম্বানিপুত্রের বিয়েতে অংশ নিতে পারেননি। তবে সাইফ পুত্র ইব্রাহিম আলি খান ও মেয়ে সারা আলি খান আম্বানি পরিবারের বিয়েতে উপস্থিত ছিলেন।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছেন অক্ষয় কুমার। শুধু আম্বানিদের বিয়েতেই নয়, নিজের ছবি ‘সরফিরা’র প্রচারেও থাকতে পারছেন না তিনি।

সাধারণত বলিউডের বিয়েতে হাজির থাকেন কাজল। কয়েকদিন আগেও সোনাক্ষীর বিয়েতে দেখা গিয়েছিল তাকে। অনন্ত-আম্বানির বিয়েতে অজয় তার ছেলেকে নিয়ে হাজির ছিলেন। কিন্তু এবার দেখা মেলেনি কাজল এবং তার মেয়ে নাইসার। যদিও কাজলের অনুপস্থিতি থাকার কারণ পরিস্কার জানা যায়নি

বলিউড কুইন খ্যাত ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌতকেও দেখা যায়নি অনন্ত-রাধিকার বিয়েতে। কারণ, এদিন কঙ্গনার এক বোনের বিয়ে ঠিক হয়েছিল। সেই বিয়েতেই নাকি হাজির ছিলেন কঙ্গনা। যার ফলে আম্বানি নাইট মিস করেছেন তিনি।

এর আগে জামনগরে অনন্ত-রাধিকার প্রিওয়েডিং পার্টিতে হাজির ছিলেন আমির খান। মঞ্চে তাকে শাহরুখ-সালমানকে বিয়ে নাচতেও দেখা গিয়েছিল। তবে মূল বিয়েতে আমির ছিলেন অনুপস্থিত। আমির কেন আসেননি, সেই কারণও স্পষ্ট নয়।