ঢাকা শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

Popular bangla online news portal

Janata Bank

রুপালি পর্দায় ইরফানের সঙ্গে ঝড় তুলবেন দক্ষিণী সুপারস্টার বিক্রম


নিউজ ডেস্ক
১৭:০৯ - শুক্রবার, আগস্ট ২৬, ২০২২
রুপালি পর্দায় ইরফানের সঙ্গে ঝড় তুলবেন দক্ষিণী সুপারস্টার বিক্রম

এতদিন ব্যাট-বল হাতে ২২ গজে ঝড় তুলতে দেখা গেছে ইরফান পাঠানকে, এবার বড় পর্দায় ঝড় তুলতে চলেছেন তিনি। ক্রিকেটের পাট চুকিয়ে চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় নাম লেখাতে চলেছেন ভারতের সাবেক এক পেস বোলিং অলরাউন্ডার।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিষেক সিনেমার নাম ঘোষণা করেছেন ইরফান, সঙ্গে সিনেমার ট্রেলারও জুড়ে দিয়েছেন। দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিক্রমের সঙ্গে ‘কোবরা’ ছবিতে দেখা যাবে সাবেক এই ক্রিকেটারকে, সঙ্গে থাকছেন ‘কেজিএফ’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী শ্রীনিধি শেটি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমায় ইন্টারপোল এজেন্টের ভূমিকায় দেখা যাবে ইরফানকে। ৩১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কোবরা’, এটি পরিচালনা করেছেন আর. অজয় গানানামুথু।

সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই সবমহলের প্রশংসা কুড়াচ্ছে। ভারতীয় দলে ইরফানের সাবেক সতীর্থ সুরেশ রায়নাও মুখিয়ে আছেন তাকে বড়পর্দায় দেখতে, ‘ইরফান পাঠান ভাই, আজ তোমার জন্য আমি খুবই আনন্দিত। কোবরা সিনেমায় তোমাকে অভিনয় করতে দেখলাম। দেখে মনে হচ্ছে, এটা একটা ভরপুর অ্যাকশন সিনেমা। তোমার পাশাপাশি এই সিনেমার প্রত্যেক সদস্যের সাফল্য কামনা করছি। সম্পূর্ণ সিনেমাটা দেখার জন্য আর তর সইতে পারছি না।’