ঢাকা শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

জামালপুরে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ১


নিউজ ডেস্ক
১৪:১৬ - শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
জামালপুরে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

জামালপুরের মাদারগঞ্জে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার ঝিনাই নদীতে ডুবে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নামে চরভাটিয়ানী আমতলী এলাকার চার শিশু। অনেক সময় হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে একজন ছেলে ও দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক নিহত ও নিখোঁজ শিশুদের পরিচয় পাওয়া যায়নি।