ঢাকা শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

চট্টগ্রামে বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত


নিউজ ডেস্ক
১৪:০৯ - শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
চট্টগ্রামে বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত

চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে বাস উল্টে অন্তত ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইনস থেকে বের হওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।


চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন জানান, সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ডিউটিতে যাচ্ছিলেন সিএমপির নারী পুলিশ সদস্যরা। তাদের বহনকারী বাসটি দামপাড়া পুলিশ লাইনসের ভেতরে ঢালু রাস্তা দিয়ে নামার সময় ‘ব্রেক ফেল’ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে আটকে দেওয়ার চেষ্টা করেন চালক। এসময় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন।


চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বলেন, আহতদের মধ্যে ১২ জনকে এ হাসপাতালে আনা হয়েছে। অন্যদের দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।