ঢাকা শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

গায়ের জোরে জুলাই সনদ সংশোধন করা হয়েছে : মান্না


নিউজ ডেস্ক
১৪:১৪ - শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
গায়ের জোরে জুলাই সনদ সংশোধন করা হয়েছে : মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সনদ সইয়ের পর সংশোধনের অধিকার সরকারকে কেউ দেয়নি। গায়ের জোরে মূর্খের মতো সনদ সংশোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।  


মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই সনদের প্রস্তাবনা থেকে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) বাদ দেওয়া হয়েছে। এটি একটি প্রতারণা। সনদ সইয়ের দিন ৫ নম্বর দফা পরিবর্তন করা হয়েছে। আবার ঐকমত্য কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত সনদে পরিবর্ধন ও পরিমার্জন করার কথা বলেছে। কিন্তু সনদ স্বাক্ষরের পর তা পরিবর্তন করার অধিকার তাদের কেউ দেয়নি। 


তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস সংস্কার করতে গিয়ে পুরো বিষয়টি এলোমেলো করে ফেলেছেন।


তিনি আরও বলেন, ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক উন্নয়নে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। যারা পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) চায় তাদের চেহারায় শান্ত মনে হলেও ভেতরে তুষের আগুন পুষে রেখেছে।