ঢাকা শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

Popular bangla online news portal

Janata Bank

জন্মদিনে অন্য রকম লুকে ধরা দিলেন জাহ্নবী


super admin
২১:৫২ - রবিবার, মার্চ ২০, ২০২২
জন্মদিনে অন্য রকম লুকে ধরা দিলেন জাহ্নবী

প্রত্যেকটা মানুষের জীবনে জন্মদিনের আলাদা একটা গুরুত্ব আছে। যে যার নিজের মতো করে দিনটা কাটান প্রিয়জনদের সাথে। ৬ মার্চ ছিল তেমন বিশেষ দিন জাহ্নবী কাপুরের। শ্রীদেবী তনয়ার শুভ জন্মদিন ছিল গতকাল। 

বলিউডে পা রেখেই দর্শকদের মন জিতে নিয়েছেন জাহ্নবী। ২৫-এর গণ্ডি পেড়নোর আগেই অভিনয় জগতে হাতেখড়ি। ২০১৮ সালে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রথম ছবি ধারাক বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও নবাগতা অভিনেত্রী হিসেবে তার অভিনয় প্রশংসিত হয়েছিল।

জন্মদিনের দুপুরে একেবারে ট্রাডিশনাল লুকে ধরা দিলেন নায়িকা। আবার মন্দিরেও গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার কাছের মানুষজন। একেবারে সাবেকিয়ানায় অন্য লুকে এ যেন এক নতুন জাহ্নবী কাপুর। 


৫ মার্চ যেখানে মেটালিক ড্রেসে হট অ্যান্ড বোল্ড লুকে আগুন ঝড়িয়েছিলেন নেট দুনিয়ায়, সেখানে জন্মদিনে একেবারে ট্রাডিশনাল লুকে নেটিজেনদের মন ভুলিয়েছেন কাপুর কন্যা। জন্মদিনের আগেই অন্ধপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নায়িকা। সেখানে তিরুপতি বালাজির মন্দিরে যাওয়ার জন্য পড়েছিলেন দক্ষিণী সিল্কের শাড়ি। সঙ্গে কনট্রাস্ট করা গোলাপি রঙের ব্লাউজ। শাড়ির সঙ্গে ম্যাচ করে পরেছিলেন গহনা