ঢাকা বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে ৭৭ হাফেজের কোরআন খতম


নিউজ ডেস্ক
১৩:৩৫ - বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩
প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে ৭৭ হাফেজের কোরআন খতম

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের উদ্যোগে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ৭৭ জন শিশু হাফেজ কোরআন খতম করে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর পরিবাগে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাফেজ শিশুদের পাশাপাশি ২১ নম্বর ওয়ার্ডের সব মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জিনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে হাফেজ শিশুদের বিশেষ উপহার দেওয়া হয়।


কাউন্সিলর আসাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আল্লাহর বিশেষ রহমত। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার জন্মদিনে কোমলমতি হাফেজ শিশুদের নিয়ে কোরআন খতম ও দোয়া আয়োজন করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।