ঢাকা শনিবার, জানুয়ারী ৪, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

এক্সপ্রেসওয়েতে ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২


নিউজ ডেস্ক
৯:১০ - বুধবার, জানুয়ারী ১, ২০২৫
এক্সপ্রেসওয়েতে ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকচালক ও বাস চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। 

বুধবার (১ জানুয়ারি) ভোর ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া এলাকায় একটি মাছভর্তি ট্রাকের ডান পাশের পেছনের চাকা নষ্ট হয়ে যায়। পরে ট্রাক সাইড করে চালক ট্রাকের ডান দিকের পেছনের চাকা খুলে  পরিবর্তন করছিলেন। ওই সময় খুলনা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই  ট্রাককে  পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক নুর আলম (২৬) ও যাত্রীবাহী বাসের চালকের সহকারী (হেলপার) কাদের মিয়া (২৫) গুরুতর আহত হন। 

শিবচর হাইওয়ে থানা পুলিশ আহতদের ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ট্রাক চালক নুর আলম মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁচামারা গ্রামের আইয়ুব আলী মিয়ার ছেলে। নিহত বাসের চালকের সহকারী কাদের মিয়া ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মো. মফিজুল মালিতার ছেলে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মো. রহমতউল্লাহ বলেন, দুই ব্যক্তিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন।