ঢাকা শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

দেশে নানা গুঞ্জন, পাকিস্তানে ‘সিরিয়াস’ সাকিব


নিউজ ডেস্ক
২৩:২৪ - বুধবার, আগস্ট ১৪, ২০২৪
দেশে নানা গুঞ্জন, পাকিস্তানে ‘সিরিয়াস’ সাকিব

ছাত্রদের আন্দোলন নিয়ে নীরব থাকায় আগে থেকেই সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ বিলুপ্ত হয়ে গেছে। আর তাতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় সংসদ সদস্যের পদও খোয়া গেছে সাকিবের। ভক্তদের সমালোচনার বাণ, দলের পতন ভুলে ক্রিকেটে ফেরার অপেক্ষায় টাইগার এই অলরাউন্ডার। 

এরই মধ্যে গতকাল (বুধবার) রাতে অন্য কারণে আলোচনায় উঠে আসেন সাকিব। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ ও ছবি। যেখানে তার সঙ্গে দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে। 

সাকিবের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের। রাতভর চলেছে নানা আলোচনা সমালোচনা। সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়। সেই শঙ্কা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই। সাকিবের সঙ্গে অনেক ছবিই আচমকা সরিয়ে দেন তিনি। 

অবস্থা এত বেগতিক হয় যে, শেষ পর্যন্ত পোস্ট করে স্বামীর পাশে দাঁড়ান সাকিবপত্নী। সোশ্যাল মিডিয়ায় যখন এমন ঝড়, সাকিব তখন পাকিস্তানে। আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে দলের সঙ্গে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গতকাল ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছিল। আজ বল হাতে দেখা গেল সিরিয়াস সাকিবকে। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে পরামর্শ করতেও দেখা গেছে তাকে।

দেশে রাজনৈতিক অস্থিরতায় সাকিবের ক্রিকেটে ফেরা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না। পাকিস্তান সিরিজের দলে আছেন তিনি। গেল রোববার দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার একদিন পর বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান সাকিব সুযোগ পেয়েছেন মেধার জোরেই।