ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

জাতীয় প্রেস ক্লাবে আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন


নিউজ ডেস্ক
১৯:৪১ - বুধবার, জুলাই ৩, ২০২৪
জাতীয় প্রেস ক্লাবে আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নে অবস্থিত আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে স্থানীয় নারী-পুরুষ ও জনপ্রতিনিধিসহ এলাকাবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃস্পতিবার (০৪ জুলাই) সকাল ১১ঘটিকার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচটি দাবি নিয়ে মোবারকপুর, মামরকপুর, নগর জোয়ার, রায়পুর, উলুকান্দি, দাউদেরগাঁও, সোনাময়ী, খংসারদী, পানাম গাবতলী, হাড়িয়া গ্রামের শতশত এলাকাবাসী ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

এই সময় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বৈদ্যারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আল আমিন সরকার, বৈদ্যারবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন, সমাজসেবিকা দিলারা, স্হানীয় বাসিন্দা গাজী আওলাদ হোসেন সহ প্রমুখ।

ভুক্তভোগী এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা বাচঁতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকেও বাচাঁতে চাই। আমান গ্রুপের শব্দ দুষণ, বায়ু দুষণ, ভূকম্পন, পরিবেশ দূষণ, নদীর পানিতে বর্জ্য নিষ্কাসনে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড শব্দদূষণের কারণে ছেলে মেয়েদের লেখা পড়া করতে পারছে না, শব্দদূষণের কারণে মাথা ব্যথা সহ নানান রোগে আক্রান্ত হয়ে পড়েছে গ্রামের মানুষ। প্রচন্ড ভূকম্পনের ফলে বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে এবং বায়ু দূষণের ফলে আগের মত জমিতে ভালো ফসল হচ্ছে না।

তারা আরো বলেন বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। মানবন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে বারদী টু সোনারগাঁও থানা রোড এর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন ও রাস্তা অবরোধের খবর পেয়ে সোনারগাঁও থানার পুলিশ এসে এলাকাবাসীর সাথে কথা বললে এলাকাবাসী রাস্তা ছেড়ে দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে, পরে যানবাহন চলাচল স্বাভাবিক নিয়ন্ত্রণে ফিরে আসে। আমান সিমেন্ট কোম্পানির ডিপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান বলেন, কোম্পানীর কোন বর্জ্য আমরা নদীত ফেলিনা, শব্দ ও বায়ু এবং ভূকম্পন কিভাবে কমানো যায় তার সমস্যা সমাধানে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করব।