ঢাকা মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে, মেনে নিচ্ছেন তামিম


নিউজ ডেস্ক
৬:০৫ - শনিবার, জুন ৩, ২০২৩
বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে, মেনে নিচ্ছেন তামিম

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আফগানিস্তান আসছে বাংলাদেশ। তার আগে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানরা। সিরিজের প্রথম ওয়ানডেতে আবার লঙ্কানদের উড়িয়ে দিয়েছে হাসমতউল্লাহ শহিদির দল।

হাম্বানটোটায় ৬ উইকেট আর ১৯ বল হাতে রেখেই শ্রীলঙ্কাকে হারিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের জন্য কি এটা বড় এক বার্তা? টাইগার অধিনায়ক তামিম ইকবাল স্বীকার করে নিলেন, আফগানিস্তান সিরিজটি বাংলাদেশের জন্য কঠিনই হবে।

শনিবার এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপে তামিম বলেন, ‘আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে।’

আফগানদের বিপক্ষে প্রথমে রয়েছে একটি টেস্ট। ঈদুল আজহার পর শুরু হবে সীমিত ওভারের সিরিজ। আপাতত টেস্ট নিয়েই ভাবছেন তামিম। তার কথা, ‘আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’

প্রচণ্ড গরমে চলছে টাইগারদের অনুশীলন। সবাই কষ্ট করছে, ফিটনেসে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তামিম বলেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলনের মধ্যে আছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন করছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই। এই একটা ক্যাম্পে সাধারণত আমরা ফিটনেসে অনেক নজর দিই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাটিং-বোলিং তো আছেই।’