ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

এই সেতু বাংলাদেশের জনগনের: প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক
৫:৪৩ - শনিবার, জুন ২৫, ২০২২
এই সেতু বাংলাদেশের জনগনের: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু শুধু ইট, সিমেন্ট বা কংক্রিটের অবকাঠামোই নয় এই সেতু বাংলাদেশের অহংকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘এই সেতু আমাদের অহংকার, এই সেতু আমাদের গর্ব। এই সেতু আমাদের সক্ষমতা আমাদের মর্যাদার প্রতীক। এই সেতু বাংলাদেশের জনগনের।’

শনিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠানে সরকারপ্রধান একথা বলেন। সকাল ১০টায় শুরু এই অনুষ্ঠান শুরু হয়। ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সকাল সাড়ে নয়টায় হেলিকপ্টারে করে মাওয়ায় পৌঁছে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষ গর্বিত, সেইসঙ্গে আমিও আনন্দিত, গর্বিত এবং উদ্বেলিত। অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা আজেক এই পদ্মা সেতু নির্মান করতে সক্ষম হয়েছি।’

‘এই সেতু শুধু একটি সেতু নয়, এই সেতু দুপারে যে বন্ধন সৃষ্টি করেছে তাই নয় শুধু, এই সেতু আমাদের আবেগের আমাদের সৃজনশীলতার, সাহসিককতার, সহনশীলতার এবং আমাদের প্রত্যয়। আমরা এই সেতু তৈরি করবো সেই প্রত্যয়।’

পদ্মা সেতু নির্মানের শুরু থেকে নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘যদিও ষড়যন্ত্রের কারণে এটা করতে দুই বছর বিলম্বিত হয়েছে। কিন্তু আমরা কখনো হতোদ্যশ হইনি। হতাশায় ভুগিনি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি।’

‘শেষ পর‌্যন্ত সকল অন্ধকার ভেদ করে আলোর পথে আমরা যাত্রা করতে সক্ষম হয়েছি। আজকে পদ্মার বুকে জ্বলে উঠেছে লাল, নীল, সোনালী আলোর ঝলকানি।’