ঢাকা মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

বৃষ্টি হলে পানি বাড়ার সম্ভাবনা


নিউজ ডেস্ক
৭:২১ - রবিবার, জুন ১৯, ২০২২
বৃষ্টি হলে পানি বাড়ার সম্ভাবনা

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি গতকালের চেয়ে আজ কিছুটা কমেছে। তবে বৃষ্টি হলে পানি আবারও বাড়বে। জেলাগুলোতে আরও দুই থেকে তিন দিন বর্তমান অবস্থা অব্যাহত থাকবে।

রোববার (১৯ জুন) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এসব তথ্য জানিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রোগ্রামার এম এন তারেক সিদ্দিকী বলেন, ‘বন্যা পরিস্থিতি এখনও অবনতির দিকে আছে। আরও দুই থেকে তিনদিন এই পরিস্থিতি থাকবে। তারপর ধীরে ধীরে বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের দিকে পানি স্থিতিশীল পর্যায়ে আসবে। এরপর বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যেতে পারে।’

আজ বন্যার পানি কিছুটা কমেছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছুটা কমলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা বা ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে পরিস্থিতি আবারও আগের অবস্থায় ফিরে যাবে। মানে বৃষ্টি না কমলে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না।’

তিনি বলেন, ‘ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, হিমালয় পাদদেশে ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হলে আমাদের দেশে বন্যা হয়। চলমান এই বন্যার কারণে সিলেট ও সুনামগঞ্জে বাঁধগুলো তলিয়ে বা ভেঙে গেছে। এছাড়া আমাদের নদীগুলোর পানি প্রবাহের যে ধারণ ক্ষমতা, তার চেয়ে অনেক বেশি পানি প্রবেশ করেছে। যার ফলেই নদী উপচে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।’

এ প্রসঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর (পুর) দপ্তরের উত্তর-পূর্বাঞ্চল, সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) এস. এম. শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘গতকাল বন্যার পানি হাই পর্যায়ে থাকলেও আজ একটু কমেছে। বৃষ্টি কমলে বন্যার পানিও কমে যাবে। এদিকে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।’