ঢাকা মঙ্গলবার, মে ১৩, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

মা হতে চলেছেন ক্যাটরিনা!


নিউজ ডেস্ক
৩:১৮ - শুক্রবার, মে ১৩, ২০২২
মা হতে চলেছেন ক্যাটরিনা!

বলিউডের জনপ্রিয় মুখ ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল গত বছরের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছেন। রাজস্থানে তাদের রাজকীয় বিয়ে মনে রাখার মতো। চারদিন ব্যপী চলে বিয়ের অনুষ্ঠান। রাজস্থান থেকেই সরাসরি মালদ্বীপে হানিমুনে গিয়েছিলেন তারকা দম্পতি। মুম্বাইয়ে ফেরার পর নতুন সংসার পাতেন ক্যাট।

বিয়ের পরই শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস ছবির শুটে ফেরেন ক্যাটরিনা। কিন্তু এরই মাঝে কখনো উড়ে গেছেন সমুদ্র সৈকতে, কখনো লন্ডনে মায়ের কাছে, কখনো আবার নিউ ইয়র্কে পছন্দের রেস্তরাঁয়। নানা জায়গায় ঘুরে বেড়ানোর ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

এবার শোনা যাচ্ছে অন্য খবর। বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে যে, মা হতে চলেছেন ক্যাটরিনা।

তবে এই খবর নিয়ে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। এমনকি কৌশল পরিবারের পক্ষ থেকেও কিছু জানা হয়নি।

শোনা যাচ্ছে, মেরি ক্রিসমাসের পর এ বছর আর কোনো ছবির শুট করবেন না ক্যাটরিনা। তার সব ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৩ সালে। ইতোমধ্যেই ক্যাটরিনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বেশ কয়েকজন প্রযোজক। কিন্তু তারা সবাই একসঙ্গে পিছিয়ে দিয়েছেন ছবির শুটিং। এভাবে সব ছবির পিছিয়ে যাওয়া কি নিছকই কাকতালীয়? নাকি সত্যিই মা হতে চলেছেন ক্যাট? সে উত্তর এখনও অজানা।