ঢাকা বুধবার, জানুয়ারী ২১, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

দাউদকান্দিতে বন্ধন পরিবারের নৌ-আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত


নিউজ ডেস্ক
১৯:২৮ - সোমবার, অক্টোবর ২০, ২০২৫
দাউদকান্দিতে বন্ধন পরিবারের নৌ-আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় অবস্থিত দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জনপ্রিয় ফেসবুক গ্রুপ “বন্ধন” এর উদ্যোগে আয়োজিত “নৌ আনন্দ উৎসব ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে দাউদকান্দি-মোহনপুর পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে দিনব্যাপী এ উৎসবে দেশ-বিদেশ থেকে আগত শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


সকালে উৎসবের শুরু হয় বন্ধন পরিবারের সদস্যদের টি-শার্ট বিতরণ ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মাধ্যমে। দাউদকান্দি ঘাট থেকে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নৌযাত্রা শুরু হয়। 


পথিমধ্যে আয়োজকদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে এক চমৎকার লাইভ কনসার্ট, যা উপস্থিত সবার মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।


দুপুর ১২টার দিকে নৌযানগুলো পৌঁছে মোহনপুর পর্যটন কেন্দ্রে, যেখানে প্রায় দুই যুগ পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয় আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত। 


দুপুরের খাবারের পর শুরু হয় পরিচয় পর্ব ও স্মৃতিচারণ অনুষ্ঠান, যেখানে বন্ধুরা কলেজ জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন।


পরে শুরু হয় আলোচনা সভা, যা সভাপতিত্ব করেন বন্ধন পরিবারের সিনিয়র উপদেষ্টা মোয়াজ্জেম তালুকদার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফেসবুক গ্রুপ “বন্ধন”-এর ক্রিয়েটর ও অ্যাডমিন ইমরান মাসুদ।


সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমিনুল ইসলাম, রাজীব খান, ডি. কে. সবুজ, ইঞ্জিনিয়ার মুজাহিদ ইসলাম, ছয়ফুর রহমান সবুজ, কুলসুম আক্তার, সাইফুল ইসলাম, আছমা আক্তার ও আজিজুর রহমান। 


এছাড়া দেশ-বিদেশ থেকে আগত নিজাম উদ্দীন, সাইফুল ইসলাম প্রধান, সুমন মুছা, ইসমাইল, ইয়াকুব মিয়াজী, মো. খালিদ,আমির হামজা, খানসামা, মমিন প্রধান, হুমায়ুন, রোমানা চৌধুরী, শামীমা, রিমি, বাসার, তারেক, কবির ও বাবুলসহ অসংখ্য বন্ধন সদস্য উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়। সমাপনী বক্তব্যে সভাপতি মোয়াজ্জেম তালুকদার অংশগ্রহণকারী সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।


ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, যিনি প্রাক্তন শিক্ষার্থীদের এমন আয়োজনের প্রশংসা করেন এবং এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।


একইভাবে প্রবাস থেকে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান বন্ধন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সারওয়ার হক মুন্না। তিনি বন্ধন পরিবারের সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে প্রতি বছর আরও বৃহত্তর পরিসরে এমন মিলনমেলা আয়োজনের আহ্বান জানান।


দিনব্যাপী এই নৌ-আনন্দ উৎসব পরিণত হয় বন্ধুত্ব, স্মৃতি ও ভালোবাসায় ভরা এক অনন্য পুনর্মিলনীতে—যা অংশগ্রহণকারীদের মনে রেখে যায় অবিস্মরণীয় স্মৃতি।