নিজস্ব প্রতিনিধি: কেরানীগঞ্জের দক্ষিণে আতা সুর ও উত্তরে নেকরোজবাগ রেড রোজ পার্টি সেন্টার সংলগ্ন এলাকায় কৃষিজমি ঘেঁষে রোডস অ্যান্ড হাইওয়ে (RHD) রাস্তায় অবৈধভাবে ড্রেজার পাইপলাইন স্থাপন ও চালুর অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্যাসিবাদের হকার্স লীগ নেতা মো. আনোয়ার হোসেন এবং সাবেক ফ্যাসিস্ট ছাত্রলীগ ও বর্তমান ফ্যাসিস্ট যুবলীগ নেতা মো. আসাদ রাসেলের নির্দেশে আশিক নামের এক ব্যক্তি এই অবৈধ পাইপলাইন স্থাপনের কাজ পরিচালনা করছেন। স্থানীয়দের অভিযোগ, এ কাজে কয়েকজন বিএনপি নেতা ও ভাড়াটে বহিরাগত লোকজনও জড়িত।
এতে রাস্তায় ফাটল দেখা দিয়েছে এবং সড়কটির কাঠামোগত ক্ষতি হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, "প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে পুরো সড়ক ধসে পড়ার আশঙ্কা রয়েছে।"
তারা আরও জানান, এভাবে রাস্তার নিচ দিয়ে পাইপ বসানোর কারণে তিতাস গ্যাসের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হতে পারে, যা ভবিষ্যতে বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ কামনা করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধির আহ্বান জানিয়েছে।