ঢাকা বুধবার, জানুয়ারী ২১, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

গোয়ালন্দে গৃহবধূ লিপি হত্যা মামলার আরও ১ আসামি গ্রেপ্তার


নিউজ ডেস্ক
১৫:০২ - সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
গোয়ালন্দে গৃহবধূ লিপি হত্যা মামলার আরও ১ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে গৃহবধূ চাঁদনী আক্তার ওরফে লিপি হত্যা মামলার পলাতক আসামি সাগর শেখকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৩১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।


গ্রেপ্তার সাগর শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরখানখানাপুর এলাকার মান্নান শেখের ছেলে।


র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে রোববার ভোর সোয়া ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার চরচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাগরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়ার জন্য গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


এর আগে গত ১২ আগস্ট দিবাগত রাত ১টার দিকে একই মামলায় আসামি সাইফুল মোল্লা (২৮) ও তার স্ত্রী আঙ্গুরী বেগমকে (২৫) অভিযান চালিয়ে উপজেলার মুন্সিবাজার ও উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়ালন্দঘাট থানা পুলিশ।


উল্লেখ্য, গত ১০ আগস্ট সকালে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন চর বালিয়াকান্দি গ্রামের নিজ শয়নকক্ষ থেকে চাঁদনী আক্তার ওরফে লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে ৯ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে ১০ আগস্ট সকাল সাড়ে ৭টার মধ্যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর ঘর থেকে তিনটি মোবাইল ফোন, একটি ট্যাব ও স্বর্ণালংকার খোয়া যায়।


এ ঘটনায় নিহতের শ্বশুর মো. ছালাম সরদার বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় হত্যা ও চুরির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার সঙ্গে জড়িত কয়েকজন আসামি এরই মধ্যে গ্রেপ্তার হলেও পলাতক সাগর শেখকে আধুনিক প্রযুক্তির সহায়তায় অবশেষে র‌্যাব-১০ গ্রেপ্তার করতে সক্ষম হয়।