ঢাকা বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পাচ্ছেন সাংবাদিক নিশাদ


নিউজ ডেস্ক
৮:৫৭ - শনিবার, জুলাই ৫, ২০২৫
নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পাচ্ছেন সাংবাদিক নিশাদ

নিজস্ব প্রতিবেদক:: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য 'নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫' পেতে যাচ্ছেন ক্রাইম রিপোর্টার মো. শাহাদাত হোসেন নিশাদ। দেশ টিভিতে কর্মরত এ সাংবাদিককে আগামী ১৯ জুলাই শনিবার বিকেল ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।


বাংলার বীর ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে “নেলসন ম্যান্ডেলা: আদর্শ ও কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন আহাম্মদ, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বরেণ্য বুদ্ধিজীবী ড. জিনবোধী ভিক্ষু, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খান শাহ আলম, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ এবং বাংলার বীর ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদিকা ডা. রাজিউন সালমা লাবনী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলার বীর ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা। পুরো আয়োজনটি সঞ্চালনা করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।


বাংলার বীর ফাউন্ডেশন একট সামাজিক-সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন হিসেবে ৯ বছর ধরে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসহ নানা সমাজকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


সাংবাদিক শাহাদাত হোসেন নিশাদের এ সম্মাননায় তার সহকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন।