ঢাকা বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

নন্দনগাছী স্টেশনে থামবে ঈশ্বরদী কমিউটার


নিউজ ডেস্ক
১৬:২৫ - সোমবার, জুন ১৬, ২০২৫
নন্দনগাছী স্টেশনে থামবে ঈশ্বরদী কমিউটার

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনে থামবে ঈশ্বরদী কমিউটার ট্রেন। মঙ্গলবার (১৭ জুন) থেকে ঈশ্বরদী-রহনপুর রুটে চলাচল করা এই ট্রেনটি দুই মিনিট যাত্রাবিরতি দেবে নন্দনগাছিতে।

সোমবার (১৬ জুন) পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।


এর আগে, গত ১ মে নন্দনগাছী স্টেশনের সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এরও আগে, গত ১১ জুন একই দাবিতে রেলপথ অবরোধ করেন এলাকাবাসী। এতে আড়াই ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। আটকে পড়েছিল চারটি ট্রেন।


পরে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গিয়ে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করেন। সেইসঙ্গে তিনি বলেছিলেন, ২০ জুনের মধ্যে দাবি আদায় না হলে নন্দনগাছি দিয়ে কোনো ট্রেন যেতে দেওয়া হবে না।