তিতুমীর কলেজ প্রতিনিধি:: খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিতুমীর কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।
মশাল মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিবি গেট হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা, ‘আমার ভাই আহত কেন-প্রশাসন জবাব চাই’, ‘কুয়েটে হামলা কেন-প্রশাসন জবাব চাই’ ‘ তিতুমীরের এ্যাকশন ডাইরেক এ্যাকশন’, ‘শিক্ষা সন্ত্রাস একসাথে চলবে না, ‘যেই হাত ছাত্র মারে- সেই হাত ভেঙে দাও‘ স্লোগান দেন।
মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। কুয়েটে ছাত্রলীগের মতো সন্ত্রাসী স্টাইলে সাধারণ শিক্ষার্থীদের উপর বেপরোয়া ভাবে হামলা করা হয়েছে , যাতে অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে রয়েছে কিন্তু অনেকে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে , এর বিরুদ্ধে আমরা তিতুমীরের শিক্ষার্থীরা রাজপথে নেমেছি এবং সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সব সময় ঐক্যবদ্ধ আছি এবং থাকব।
উল্লেখ্য, বিকেলে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনা অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়।